নিশিগঞ্জে কোচবিহারের ভারত ভুক্তি নিয়ে কর্মসূচী জিসিপিএ’র।

মনিরুল হক, কোচবিহার: সরকারি ভাবে ভারতের সাথে কোচবিহারের যুক্ত হওয়ার দিনটিকে স্মরণে রেখে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের কর্মসূচী মাথাভাঙার নিশিগঞ্জে। সোমবার নিশিগঞ্জের আমতলা বাজার এলাকার পান্থনিবাস সংলগ্ন মাঠে এই দিনটিকে উদযাপন করে জিসিপিএ নামে ওই সংগঠন।

উল্লেখ্য, ১৯৪৯ সালে ২৮ অগাস্ট ভারতের গভর্ণর জেনারেলের সঙ্গে কোচবিহারের মহারাজা জগদ্দীপেন্দ্র নারায়ণ ভূপবাহাদূরের একটি চুক্তি স্বাক্ষরিত হয়। সেই চুক্তি ‘ভারত ভুক্তি চুক্তি’ নামে পরিচিত। সেই চুক্তির বলে ওই বছর ১২ সেপ্টেম্বর ভারত সরকার কোচবিহারের সকল দায় দায়িত্ব নিজের হাতে তুলে নেন। কোচবিহারকে প্রদেশ রূপে পরিচালনার জন্য ভিআই নানজাপ্পা নামে একব্যক্তিকে চিফ কমিশনার করে পাঠানো হয়।

গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের মাথাভাঙ্গা ২ ব্লক সম্পাদক পরিমল বর্মন বলেন, “আজকের দিনে কোচবিহার রাজ্য ভারতের সঙ্গে সংযুক্ত হয়। তাই কোচবিহারবাসীর কাছে এই দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ। তবে আমরা ভারত ভূক্তি চুক্তি পূর্নাঙ্গ রূপায়ণের দাবি করছি । কিভাবে কোচবিহার রাজ্য থেকে জেলা হল সেই প্রশ্ন দীর্ঘদিন ধরে তুলে আসছি।’ এদিন জিসিপিএ’র পক্ষ থেকে ভারতের জাতীয় পতাকা ও জিসিপিএ’র পতাকা উত্তোলন করা হয় । দিনটির গুরুত্ব নিয়েও আলোচনা করা হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *