আবদুল হাই, বাঁকুড়াঃ মানবিকতা, মনুষ্যত্ববোধ আজও বেঁচে আছে কিছু সংবেদনশীল দয়ালু মানুষজনের হৃদয়ে। এই সকল মানুষ আছেন বলেই এই স্বার্থমগ্ন মানুষদের মাঝে এ পৃথিবীতে এত সুন্দর। এরকমই একজন মহৎ, উদার হৃদয়সম্পন্ন মানুষ হলেন দন্ত চিকিৎসক বৈশালী ঘোষ। উনি উনার জন্মদিন পালন করলেন একটি পিছিয়ে পড়া গ্রামে।স্বাস্থ্য শিবিরের মাধ্যমে মল্লভূম প্রয়াসের হাত ধরে এই পিছিয়ে পড়া গ্রামটিতে পৌঁছান। জন্মদিনে গ্রামবাসীদের কিছু উপহার, স্বাস্থ্য বিষয়ক কিছু উপদেশ আর সকলকে ভুরিভোজ করান। ভাবুন তো এরকম মানবিকতা যদি বেশিরভাগ মানুষের মধ্যে থাকতো তাহলে আমাদের ভারত বর্ষ আরো সুন্দর হতো। এই সকল মহান ব্যক্তিরা সূর্যের মতো। উনারা প্রাচীরের গাত্রে দীন হীন ফুলটিকেও কিরণ দিতে ভুলে যান না। চিকিৎসক বৈশালী ঘোষকে কুর্নিশ জানাই।
কলকাতা থেকে এসে দন্ত চিকিৎসক বৈশালী ঘোষ নিজের জন্মদিন পালন করলো পিছিয়ে পড়া গ্ৰামে স্বাস্থ্য শিবিরের মাধ্যমে।

Leave a Reply