বেতন বৃদ্ধি, কাজের সময় কমানো-‌সহ একাধিক দাবিতে গত ১২ সেপ্টেম্বর থেকে অনির্দিষ্ট কালের জন্য চাক্কা বনধের ডাক।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ-‌ বেতন বৃদ্ধি, কাজের সময় কমানো-‌সহ একাধিক দাবিতে গত ১২ সেপ্টেম্বর থেকে অনির্দিষ্ট কালের জন্য চাক্কা বনধের ডাক দিয়েছে আইএনটিটিইউসি পরিচালিত ১০২ ও ১০৮ বিভাগের মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল অ্যাম্বুলেন্স পরিষেবা সমিতি। কর্মীদের অভিযোগ, বেতন বৃদ্ধি করতে হবে। দীর্ঘদিন ধরে একই বেতন রাখা হয়েছে। অ্যাম্বুলেন্স চালকদের বেতন মাসের ১-‌৫ তারিখের মধ্যে দিতে হবে। কাজের সময় ১২ ঘন্টার পরিবর্তে ৮ ঘন্টায় আনতে হবে। এমনকি রাস্তায় কোনও দুর্ঘটনা ঘটলে উল্টে চালকদের সেই ক্ষতিপূরণ দিতে হয়। সেক্ষেত্রে দেওয়ার কথা কোম্পানির। অ্যাম্বুলেন্স পরিষেবা সমিতির জেলা সম্পাদক হৃদয় ঘোষ জানান, ‘‌আমরা গত ১২ সেপ্টেম্বর থেকে অ্যাম্বুলেন্স বনধের ডাক দিয়েছি। যতদিন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের সঙ্গে সমাধানের ব্যাপারে বসছে, ততদিন আমাদের এই আন্দোলন চলছে। যদিও আমরা জরুরী পরিষেবা জারি রেখেছি।’‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *