সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং :- ব্রীজ থেকে পড়ে নদীর জলে তলিয়ে নিখোঁজ হলেন এক ব্যক্তি। মঙ্গলবার রাতে এমন ঘটনা ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। নিখোঁজ ব্যাক্তির নাম আসান মিস্ত্রী(৪১)।ঘটনাটি ঘটেছে ক্যানিং- জয়নগর ঢোষা বাজার এলাকায়। স্থানীয় সুত্রে জানা গিয়েছে ক্যানিংয়ের হাটপুকুরিয়া গ্রাম পঞ্চায়েতের ভলেয়া গ্রামের বাসিন্দা আসান মিস্ত্রী। এদিন বিকালে বাড়ি থেকে ঢোষা বাজারে গিয়েছিলেন বাজার করতে।বাজারহাট করে রাতে বাড়িতে ফিরছিলেন। সেই সময় পিয়ালী নদীর উপর পুরাতন ব্রীজ দিয়ে হেঁটে ফিরছিলেন। আচমকা পা পিছলে পিয়ালী নদীর জলে পড়ে যায়।স্থানীয় মানুষজন ঘটনার খবর পেয়ে স্থানীয় পুলিশ ক্যাম্পে জানায়। পুলিশ ও স্থানীয় মানুষজন নিখোঁজ ব্যাক্তির খোঁজে নদীতে তল্লাশি অভিযান শুরু করে । নদীতে স্রোত থাকায় রাতের অন্ধকারে উদ্ধার কাজে ব্যাঘাত ঘটে।বুধবার সকালে নিখোঁজ ওই ব্যক্তির খোঁজে আবারও নদীতে তল্লাশি শুরু হবে বলে জানা গিয়েছে।অন্যদিকে নিখোঁজ পরিবারের লোকজন ঘটনার খবর জানতে পেরে শোকে কান্নায় ভেঙে পড়ে। রাতের অন্ধকারে কি ভাবে এমন দুর্ঘটনা ঘটলো সেবিষয়ে তদন্ত শুরু করেছে জয়নগর থানার অধিনস্থ ঢোষা পুলিশ ফাঁড়ির পুলিশ।
ভাঙা ব্রীজ থেকে পড়ে নদীতে তলিয়ে গেলো যুবক।

Leave a Reply