নিজস্ব সংবাদদাতা, মালদা- গোয়ালঘর দখল নিয়ে আত্মীয়দের মধ্যে বিবাদের জেরে আক্রান্ত ২ বধূ। তাদের মধ্যে শাশুড়ি ও বৌমা রয়েছেন। আশঙ্কাজনক অবস্থা তাদের হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করা হয়েছে। ভাসুরের সঙ্গে বিবাদের জেরে আক্রান্ত সান্ত্বনা মাঝি(৪৫) তার বাম কান কেটে নেওয়ার চেষ্টা। ও তার পুত্রবধূ ঝিলিক মাঝি(২৮)। ঝিলিক এক মাসের অন্তঃসত্ত্বা। তার পেটে লাথি মারা হয়েছে বলে অভিযোগ। ভাসুর বিনয় মাঝি, তার ছেলে পিকু মাঝি, ছোটন মাঝি সহ পাঁচ জনের বিরুদ্ধে অভিযোগ। ঘটনাটি পুকুরিয়া থানার কুমারগঞ্জ এলাকার। অভিযোগ, সান্তনাদের দখলে থাকা গোয়ালঘরটি গায়ের জোরে দখল করতে চান তার ভাসুর। বাধা দিতে গেলে তাদের ব্যাপক মারধর করা হয়। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের উদ্ধার করে সান্তনা মাঝিকে ভর্তি করা হয়েছে মালদা মেডিকেল কলেজও হাসপাতালে এবং ঝিলিক মাঝিকে ভর্তি করা হয়েছে পুকুরিয়া হাসপাতালে। ঘটনার তদন্তে নেমেছে পুকুরিয়া থানার পুলিশ।
গোয়ালঘর দখল নিয়ে আত্মীয়দের মধ্যে বিবাদের জেরে আক্রান্ত ২ বধূ।












Leave a Reply