নকল সংসদে সাড়া ফেললো সোনামুখী বি জে হাইস্কুলের ছাত্র ছাত্রীরা।

আবদুল হাই, বাঁকুড়াঃ নবনির্বাচিত সাংসদদের শপথ নিচ্ছে ঊড়িয়া, হিন্দি সহ অন্যান্য ভাষায়।একে একে সাংসদেরা শপথ নিলেন। এই
দৃশ্য আসল সংসদের নয়। তারপর শুরু হল সংসদের কাজ। এই সংসদে আলোচনা দেখে বোঝায় গেল না যে এটা আসল না নকল। এই ছবি রাজ্যসরকার আয়োজিত যুব সংসদ প্রতিযোগিতা। ছাত্র ছাত্রীদের তৈরি নকল সংসদে সাংসদদের মুখে উঠে এল বর্তমান সময়ের বিভিন্ন সমস্যা। সোনামুখী বি জে হাইস্কুলের ছাত্র ছাত্রীদের সাজপোশাক ছিল চমৎকার । সোনামুখী বি জে হাইস্কুলের ছাত্র ছাত্রীদের নকল সংসদ উপস্থাপনায় অভিভাবক থেকে শুরু করে সকলই মুগ্ধ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *