নবান্ন অভিযানের দিনে তৃণমূলের প্রধান কে মারধরের অভিযোগ তুলে প্রতিবাদ মিছিল শহীদ মাতঙ্গিনী ব্লকে।

0
187

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  গতকাল নবান্ন অভিযানের সময় পূর্ব মেদিনীপুরের সোনাপাত্যা টোলপ্লাজার সময় পুলিশ প্রশাসন বিজেপির অনেক বাস আটকে দেয় যার ফলে তাঁরা গন্তব্যস্থলে না পৌঁছাতে পেরে বিক্ষোভ দেখাতে থাকেন রাস্তার পাশে থাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের হোডিং ছিঁড়ে । সেই সময় স্থানীয় পঞ্চায়েত প্রধান তারকনাথ জানা পঞ্চায়েত অফিসে যাওয়ার সময়। সেই দৃশ্য দেখে প্রতিবাদ জানাতে গেলে তার ওপর চড়াও হয় বিজেপি কর্মী সমর্থকরা। সমস্ত বিজেপি কর্মী সমর্থকরা তাকে জামাপ্যান্ট খুলে বেধড়ক মারধর করে। এর ফলে তিনি গুরুতর আহত হয় । এবং পরে তাঁকে তমলুক জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আর এই পুরো ঘটনার পরিপ্রেক্ষিতে বুধবার সন্ধ্যায় শহীদ মাতঙ্গিনী ব্লকের সমস্ত তৃণমূল কর্মী সমর্থকরা ওই স্থানে প্রতিবাদ কর্মসূচি নেয়। এই প্রতিবাদ মিছিলে পা মেলাতে দেখা যায় তমলুক সাংগঠনিক জেলার তৃণমূলের সভাপতি তথা তমলুকের বিধায়ক সৌমেন কুমার মহাপাত্র , নন্দকুমারের বিধায়ক সুকুমার দে , জেলা পরিষদের সদস্যা মামনি জানা ,শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির সভাপতি রাজেশ কান্তি হাজরা, সহ-সভাপতি-শোভা সাউ, সমস্ত কর্মাধ্যক্ষ ,ব্লক তৃণমূল সভাপতি অপূর্ব জানা, যুব সভাপতি সুমিত সামন্ত।
এছাড়াও এর পাশাপাশি আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এইদিন প্রশাসনিক বৈঠকে তিনি জানান যে গতকাল বিজেপির নবান্ন অভিযানে এলাকার তৃণমূল পঞ্চায়েত প্রধান বিজেপির হাতে আহত হয়েছে তাঁকে যাতে সুচিকিৎসা করা যায়। তাই তিনি নির্দেশ দেন তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে যেন পিজি হসপিটালে রেফার করা হয় সমস্ত দায়-দায়িত্ব তিনি নিজে কাঁধে বহন করবেন এমনটাই জানিয়েছেন এইদিন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here