শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৪৭ তম জন্মদিন পালনে একাই আয়োজক,একাই বক্তা।

আবদুল হাই, বাঁকুড়াঃ suci এর সদস্য স্বপন নাথ কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৪৭ তম জন্মদিন পালনে একাই আয়োজক, একাই বক্তা, কথাটা শুনলে হয়তো একটু খটোমটো লাগবে কিন্তু এরকমই দৃশ্য দেখা গেল আজ।
অনুষ্ঠানের আয়োজন করছেন একা হাতেই আবার বক্তব্য দিচ্ছেন নিজে, পাশে কেউ নেই কিন্তু সেই নিয়ে বিশেষ একটা মাথা ব্যাথাও নেই। তিনি যে কোন বিশেষ দিনে এভাবেই নিজের উদ্যোগে মহাপুরুষের বা আদর্শ ব্যক্তির প্রতীকৃতি লাগান তারপর প্রতিকৃতিতে মাল্যদান করেন এবং বক্তব্য রাখেন।
বাঁকুড়া জেলার সোনামুখী শহরে সাংবাদিকের ক্যামেরায় এই রকমই এক প্রায় বিরলতম ছবি উঠে এলো।

একটা সাইকেলে বাঁধা বক্স।শ্রোতা বলতে কেউ নেই অথচ ঘন্টার পর ঘন্টা বক্তব্য রাখলেন। ইনি S U C I এর সদস্য স্বপন নাথ।
এক প্রত্যক্ষদর্শী বলেন যখনই কোন অনুষ্ঠান হয় শুধুমাত্র উনি বলেন। পাশে আর কেউ থাকে না। আমরা গিয়ে একটু সহযোগিতা করে দিই। স্বপনবাবু বলেন মহাপুরুষের বা আদর্শ ব্যক্তির জন্ম মৃত্যু দিন পালন করতে কেউ না কেউ তো এগিয়ে আসে সেটা না হয় আমি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *