সুদীপ সেন, বাঁকুড়া:- রাজ্যের উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মুখ্য মন্ত্রী মমতা বন্ধোপাধ্যায় নানা ভাবে চেষ্টা করে যাচ্ছেন।
রাজ্যের মহিলাদের সমাজের বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগিয়ে তাদের স্বাবলম্বী করে নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন দেখাচ্ছেন তিনি, এবং এই কাজে তিনি অনেকাংশে সফল।
এই জন্য তিনি প্রকল্প বন্ধুর চিন্তা ভাবনা করেন।
শুক্র বার বাঁকুড়া র রবীন্দ্র ভবনে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড় গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরের ১৪ টি পুর সভার উপস্থিতিতে প্রকল্প বন্ধু প্রকল্পের শুভ উদ্বোধন হলো।
সাথে রাজ্যের স্বপ্নের বাড়ি প্রকল্পের বিষয়ে একটি পুস্তিকার ও আবরণ উন্মোচন হলো।
এই অনুষ্ঠান বিষয়ে বাঁকুড়া পৌরসভার চেয়ারম্যান অলকা সেন মজুমদার বলেন, বাঁকুড়া পৌরসভা থেকে ১৪ টি পৌরসভার উপস্থিতিতে প্রকল্প বন্ধু প্রকল্পের উদ্বোধন হলো বাঁকুড়ার রবীন্দ্র ভবনে।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্প বন্ধু প্রকল্প শুধু পশিম বঙ্গ না, সারা ভারত বর্ষে ছড়িয়ে পড়বে বলে তিনি তাঁর অভিমত ব্যক্ত করেন।












Leave a Reply