মালদা শহরের জঞ্জাল সমস্যার সমাধানে এগিয়ে এলো ইংরেজবাজারের বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- মালদা শহরের জঞ্জাল সমস্যার সমাধানে এগিয়ে এলো ইংরেজবাজারের বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী। প্রাথমিক পর্যায়ে শহরের বিভিন্ন বাজার এলাকা গুলিতে শাকসবজি জাতীয় যেগুলি জঞ্জালের হিসাবে জমা থাকবে, সেগুলি সংগ্রহ করে রিসাইকেলের মাধ্যমে জৈব সার তৈরীর প্রক্রিয়া করা হবে বলে জানিয়েছেন বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী।
শুক্রবার দুপুরে মালদা প্রেস কর্ণারে এই সংক্রান্ত বিষয় নিয়ে একটি সাংবাদিক বৈঠক করেন বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী। তার সঙ্গে উপস্থিত ছিলেন ইংরেজবাজার পুরসভার বিজেপি কাউন্সিলার সুতপা মুখার্জি, কৃষ্ণা নাথ প্রমূখ।
এদিন বিধায়ক বলেন, মালদা একটি গারবেজ প্রোডাকশন ম্যানেজমেন্ট তৈরি করা হয়েছে। সেখানে প্রতিদিন ৭৫০ কেজি গারবেজ রিসাইকেলের মাধ্যমে জৈব সার হিসেবে তৈরি করা যাবে। বর্তমানে ২০০ থেকে ২৫০ কেজি গারবেজ সংগ্রহ করার পর রিসাইকেলিং- এর মাধ্যমে জৈব সার তৈরির প্রক্রিয়ার কাজ শুরু হয়েছে‌ । আগামী ২৬ সেপ্টেম্বর এই প্রকল্পের কর্মসূচি জনসমক্ষে তুলে ধরা হবে। রেল বোর্ডের উদ্যোগে মূলত এই গার্বেজ প্রক্রিয়াকরণের কাজ শুরু করা হয়েছে। ইতিমধ্যে মালদা শহরের বেশ কিছু এলাকার যেগুলো নষ্ট হয়ে যাওয়া শাকসবজি রাস্তায় পড়ে থাকে, সেগুলি জঞ্জাল হিসাবে সংগ্রহ করার পর তা থেকে রিসাইকেলিং – এর মাধ্যমে জৈব সার তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে।ইংরেজ বাজার শহরে ড্রেন গুলি কোন সংস্কার করা হয়নি অল্প বৃষ্টিতেই সাধারণ মানুষকে ক্ষোভ উগরে দিয়েছেন বিধায়িকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *