অনুব্রত বাবুর মেয়েকে সিআইডির জিজ্ঞাসাবাদের ব্যাপারে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বললেন আমি মনে করি এটি বাবার পাপে সন্তানের শাস্তি।

0
176

সংবাদদাতা, মুর্শিদাবাদ:-অনুব্রত বাবুর কন্যাকে সিআইডির জিজ্ঞাসাবাদ এর ব্যাপারে আজ সাংবাদিক বৈঠকে জিজ্ঞাস করা হলে অধীর রঞ্জন চৌধুরী বলেন আমি এ ব্যাপারে অনুব্রত বাবুর মেয়েকে অভিযুক্ত করতে চাইছি না, তৃণমূল সরকারের আমলে সব জায়গায় চুরি হয়েছে, সমস্যা একটাই নেতারা চাঁদের পরিবারের লোকদেরকেও ফাঁসিয়েছে। অধীর বলেন আমার কখনো মনে হয়নি যে অনুব্রত বাবুর মেয়ে সে পরিকল্পিতভাবে চোরাই পয়সা লুটের পয়সা ভোগ করেছে বা ভাগ নিয়েছে কিন্তু সমস্যা হচ্ছে কি তার বাবা তার নিজের পথকে পরিষ্কার করার জন্য মেয়েদের নামে টাকা সরানোর চেষ্টা করেছে সেই কারণে আজকে বাবার পাপ মেয়ে কে ভোগ করতে হচ্ছে। অধীর রঞ্জন চৌধুরী বলেন আমার কাছে এটাই ধারনা, তাদের এই পরিবারের মেয়েটির সম্বন্ধে। আমি তাকে অভিযুক্ত করতে চাই না তদন্ত হোক এখন নিয়মের বাইরে কিছু হলে নিশ্চয় ই তদন্তকারী সংস্থা কিছু করবে তাকে কষ্ট ভোগ করতে হবে কিন্তু আমি বলব এটি বাবার পাপে সন্তানের শাস্তি বলে আমি মনে করি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here