পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- এই প্রথম লাদাখ ৪২ কিলোমিটার ম্যারাথন দৌড়ে প্রথম হল NVF কর্মী পশ্চিম মেদিনীপুরের শ্যামা দাস। প্রায় দেশ-বিদেশ মিলিয়ে কুড়িটি দেশের প্রতিযোগীদের নিয়েই এই প্রতিযোগিতা হয় ভূস্বর্গ লাদাখে। সেই পঞ্চাশের ঊর্ধ্ব শ্যামা দাস কে সম্বর্ধনা দিল মেদিনীপুর শহরের তরুণ সংঘ ক্লাব। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তনু চক্রবর্তী, নন্দলাল ভকত, আশীষ ভকত সহ বিশিষ্টজনেরা। এদিন তরুণ সঙ্গে ক্লাবের পক্ষ থেকে খেলো ইন্ডিয়াতে চান্স পাওয়া বিদ্যাসাগর ইউনিভার্সিটির মহিলা ফুটবল দলকে সম্বর্ধিত করা হয়।
প্রথম লাদাখ ৪২ কিলোমিটার ম্যারাথন দৌড়ে প্রথম হল NVF কর্মী, সম্বর্ধনা মেদিনীপুর শহরে।












Leave a Reply