নিজস্ব সংবাদদাতা, মালদাঃ-মালদা জেলা সমাহর্ত্তর পুল গ্যারেজে ঘটা করে পূজিত হলেন যন্ত্রের দেবতা বিশ্বকর্মা।
শনিবার সারা দেশের পাশাপাশি ইংরেজবাজার শহরের প্রশাসনিক ভবন চত্বরে পুল গ্যারেজে আয়োজন করা হয় বিশ্বকর্মা পূজার।
ঢাক কাসর বাজিয়ে পুজোর আয়োজন করা হয়।
চালকরা এদিন গাড়ি পরিষ্কার করে পুজোর জন্য পুল গ্যারেজে নিয়ে আসেন। পুজো দেওয়া হয় মোটরবাইকে।
পুল গ্যারেজের এক সদস্য জানিয়েছেন, গত দুই বছর করোনার কারণে বিশ্বকর্মা পূজায় তেমন আনন্দ করতে পারেননি তারা।
এবছর নেই বিধি নিষেধ তাই ঘটা করে বিশ্বকর্মা পূজার আয়োজন করা হয় পুল গ্যারেজে।
পুজো ছাড়াও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করবেন তারা।
মালদা জেলা সমাহর্ত্তর পুল গ্যারেজে ঘটা করে পূজিত হলেন যন্ত্রের দেবতা বিশ্বকর্মা।












Leave a Reply