পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- তুচ্ছ নয় রক্তদান রক্তদান মানে জীবন দান। আজ আসিনের এক তারিখ অর্থাৎ বলা যেতেই পারে পুজোর ডাকে কাঠি পড়ে গেল।
একদিকে যখন মায়ের আগমনী শুরু হলো অপরদিকে শহরে ওয়ার্ডে ওয়ার্ডে রক্তদান শিবিরের জোর আয়োজন শুরু হয়েছে।
বর্ধমান পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডে পুরো পিতা ইন্তেকাব আলমের উদ্যোগে এক মহতি রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।এই শিবিরের উদ্বোধন করলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস।উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আব্দুর রব ও কাঞ্চন কাজী, বর্ধমান পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্বীকৃতি হাজরা, ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্যামাপ্রসাদ ব্যানার্জি,
অনুপ আচার্য সহ তৃণমূল কংগ্রেসের কর্মী ও নেতারা
এই শিবিরের উদ্যোক্তা কাউন্সিলর ইন্তেকাব আলাম তিনিজানিয়েছেন,১০০ জনের মত রক্তদাতা এই শিবিরে আজকে রক্তদান করছেন। তাদেরকে ধন্যবাদ জানাই আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে।
বর্ধমান পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডে পুরো পিতা ইন্তেকাব আলমের উদ্যোগে এক মহতি রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।

Leave a Reply