পরিবার প্রতি একজন করে চাকরি দেওয়ার দাবি কোচবিহারে আন্দোলনে ভুমিহারারা।

কোচবিহার, ২০ সেপ্টেম্বরঃ ল্যান্ড লুজারদের পরিবার প্রতি একজন করে চাকরি দেওয়ার দাবিতে কোচবিহার জেলা শাসকের কাছে স্মারকলিপি দিল ভূমি ও বাস্তুহারা কল্যাণ সমিতি। আজ জেলার বিভিন্ন প্রান্ত থেকে ভূমিহারা মানুষজন কোচবিহার জেলা শাসকের দফতরে এসে জমায়েত হন সেখানে বিক্ষোভ প্রদর্শনের পর তাঁদের কয়েকজন প্রতিনিধি গিয়ে জেলা শাসকের দফতরে ওই স্মারকলিপি দিয়ে আসে। তাঁদের দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে যাবে বলে এদিন ওই সংগঠনের পক্ষ থেকে হুমকিও দেওয়া হয়েছে।
কোচবিহার জেলায় বিভিন্ন উন্নয়ন মূলক প্রকল্পে সরকারি ভাবে জমি অধিগ্রহণ করা ছাড়াও সীমান্তে কাটাতাঁরের বেড়া এবং সীমান্ত সড়ক নির্মাণের জন্য প্রচুর জমি নেওয়া হয়েছে। এদিন মূলত সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া ও সীমান্ত সড়ক নির্মাণের জন্য জমি হারানো পরিবার গুলো থেকে এসে জেলা শাসকের দফতরে বিক্ষোভ দেখায়। তাঁদের অভিযোগ, মূলত ২০০১ এবং ২০০২ সালের দিকে তাঁদের জমি অধিগ্রহণ করা হয়েছিল। ওই সময় জমির মূল্যের পাশাপাশি পরিবার প্রতি একজন করে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু শুধু ল্যান্ড লুজারের একটি কার্ড এবং জমির তৎকালীন বাজার মূল্য ধরে দাম দেওয়া ছাড়া তাঁরা আর কিছুই পান নি। তাই ওই প্রতিশ্রুতি পূরণ করার দাবিতে এদিন তাঁদের এই আন্দোলন কর্মসূচী বলে আন্দোলনকারীরা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *