মানিকচকে পশ্চিমবঙ্গ গৃহশিক্ষক কল্যাণ সমিতির বিক্ষোভ প্রদর্শন ও ডেপুটেশন কর্মসূচি।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ-মানিকচকে পশ্চিমবঙ্গ গৃহশিক্ষক কল্যাণ সমিতির বিক্ষোভ প্রদর্শন ও ডেপুটেশন কর্মসূচি। আজ মানিকচক ব্লক প্রশাসনিক ভবনের সামনে দীর্ঘক্ষন ধরে বিক্ষোভ প্রদর্শন করে।পরবর্তীতে মানিকচকের বিডিও জয় আমেদকে স্মারকলিপি তুলেদেন পশ্চিমবঙ্গ গৃহ শিক্ষক কল্যাণ সমিতির মানিকচক ইউনিটের সদস্যরা।মূলত প্রাথমিক ও হাই স্কুলের সরকারি শিক্ষকরা যেভাবে বাড়িতে গৃহশিক্ষকতা করে তার বিরুদ্ধের এই ডেপুটেশন। তারা দাবি জানিয়েছেন সরকারি শিক্ষকরা বাড়িতে গৃহ শিক্ষকতা করার সময় ছাত্র-ছাত্রীদের বিভিন্ন ধরনের ভয়-ভীতি দেখিয়ে তাদের কাছে আটকে রাখেন। যার ফলে বেকার যুবক-যুবতীরা যারা গৃহ শিক্ষকতা করে জীবন যাপন করে তাদের সমস্যার সম্মুখীন হতে হয়। তাই মানিকচকের বিডিওকে লিখিত ডেপুটেশন জানানো হয়। এরপরেও যদি সরকারি স্কুলের শিক্ষকরা গৃহ শিক্ষকতা না ছাড়ে, তাহলে তারা বৃহত্তর আন্দোলনের নামবে।এমনকি হাইকোর্টের দ্বারস্থ হবে তারা বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গ গৃহ শিক্ষক কল্যাণ সমিতির মানিকচক ইউনিটের সভাপতি শ্যামল দাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *