পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- সমকাজে সমবেতন সহ একগুচ্ছ দাবি নিয়ে বুধবার সকাল থেকে পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার SBST বাসের অস্থায়ী কর্মীদের কর্ম বিরতির ডাক, তাদের অভিযোগ গত নয় বছর ধরে তারা এই কাজ করে আসছেন, কিন্তু তাদের বেতন বৃদ্ধি হয়নি পাশাপাশি যেসব দাবিদাবা ছিল তা এখনো পর্যন্ত পূরণ হয়নি, এই নিয়ে অবশ্য বহুবার জানানো সত্ত্বেও কোন সুরাহা মেলেনি, তবে আগামী দিনে এই দাবি দাবা পূরণ না হলে এই কর্ম বিরতি চালিয়ে যাবেন তারা, অন্যদিকে এই কর্ম বিরতির ফলে কার্যত সমস্যায় পড়েছে নিত্যযাত্রীরা।
সমকাজে সমবেতন সহ একাধিক দাবি নিয়ে কর্ম বিরতির ডাক হলদিয়ার SBST অস্থায়ী শ্রমিকদের।












Leave a Reply