১৩ দফা দাবি নিয়ে অবস্থান বিক্ষোভ সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের।

0
190

মনিরুল হক, কোচবিহার: মাসিক বেতন ন্যূনতম ৭ হাজার থেকে ২১০০০০ হাজার করা সহ ১৩ দফা দাবিতে অবস্থান বিক্ষোভ সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়ন। বুধবার কুচবিহার শহরের ঘাসবাজার মাঠে ওই অবস্থান বিক্ষোভ করেন তারা। এদিন সেখানে ওই বিক্ষোভ আন্দোলনের নেতৃত্ব দেন মঞ্জু সাহা এছাড়াও উপস্থিত ছিলেন শম্পা পাল মন্ডল সঞ্চিতা সাউ সহ আরো অনেকে।

তাদের দাবি মিড ডে মিল কর্মীদের সরকারি কর্মীর স্বীকৃতি দিতে হবে, মাসিক বেতন বাবদ টাকা কর্মীদের ব্যাংক একাউন্টে দিতে হবে, মাসিক বেতন নূন্যতম ৭ থেকে ২১ হাজার দিতে হবে, বছরে দশ মাস নয় ১২ মাসের মাসি বেতন প্রদান করতে হবে, ছাত্র-ছাত্রীদের পুষ্টিকর খাদ্যের জন্য মাথাপিছু বরাদ্দ বাড়াতে হবে, বকেয়া বেতন প্রদান সহ ১৩ দফা দাবি ভিত্তিতে ওই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। তাদের দাবি আগামী দিনে মানে না হলে বৃহত্তর আন্দোলনের নাম বলে জানিয়েছেন সারা বাংলা মিড ডে কর্মী ইউনিয়নের নেতৃত্বরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here