কেশপুরের গড়সেনাপেত্যা গ্রামে ৫০০ বছরের দেব বাড়ির দুর্গা পুজোকে ঘিরে প্রস্তুতি তুঙ্গে।

0
389

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- আর মাত্র হাতে গোনা কয়েকদিন বাকি বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব, ইতিমধ্যেই বিভিন্ন ক্লাব সংগঠন থেকে শুরু করে বিভিন্ন পুজো কমিটির মধ্যে শুরু হয়েছে তোড়জোড়, একদিকে যেমন রাত জেগে চলছে প্রতিমা তৈরীর প্রস্তুতি অপরদিকে মণ্ডপ তৈরিতে ব্যস্ত মন্ডপ শিল্পীরা, এই প্রস্তুতির মাঝে প্রাচীনতম দূর্গা পুজোর মধ্যে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের ৫ নম্বর অঞ্চলের গড়সেনাপেত্যা গ্রামে দেব বাড়ির পুজোকে ঘিরে প্রস্তুতি তুঙ্গে, জানা গিয়েছে ৫০০ বছরের বেশি পুরনো এই পুজো, তবে এই পুজোর একটা বিশেষত্ব রয়েছে, সব জায়গায় দেবী দুর্গার দশটি হাত থাকলেও ১৮টি হাত থাকে এই প্রাচীনতম এই দুর্গা প্রতিমাতে,কথিত আছে মহিষাসুরকে বধ করার সময় মা দুর্গা ক্ষণিকের জন্য ১৮ টি হাতের ব্যবহার করেছিলেন, দুর্গা মায়ের সেই রূপকে উপেক্ষা করে এই বনেদি বাড়ির পুজোতে ১৮টি হাত বিশিষ্ট মা মা দুর্গার আরাধনা তে মেতে ওঠে পরিবার, শুধু পরিবার নয় গ্রামবাসীরাও এই পুজোতে আনন্দ মেতে উঠে, পুজোতে দূরদূরান্ত থেকে বহু আত্মীয়-স্বজন আছে পুজোর আনন্দ উপভোগ করতে, এমনটাই জানিয়েছেন পরিবারের সদস্যরা, তবে যাই হোক বাঙালির এই শ্রেষ্ঠ উৎসবকে ঘিরে যথেষ্ট উন্মাদনা রয়েছে তা বলা বাহুল্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here