নিজস্ব সংবাদদাতা, মালদা: বেপরোয়া বেসরকারি বাসের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু এক মোটর বাইক আরোহীর। ঘটনায় আহত আরো একজন। বর্তমানে তার চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। বৃহস্পতিবার সকালে মর্মান্তিক এই পথ দুর্ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা থানার আদমপুর এলাকায়। জানা গেছে মৃত ওই ব্যক্তির নাম সাহিদুল শেখ। বাড়ি কালিয়াচক থানার বাখরপুরে। আহতের নাম রেজানুল হক। তার বাড়ি মুশিমপুর এলাকায়। বর্তমানে তিনি মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন এদিন মোটর বাইক নিয়ে তারা দুজন কোন এক কাজে বুলবুল জন্যই যাচ্ছিলেন। ঠিক সেই সময় আদমপুর এলাকায় বেসরকারি বেপরোয়া একটি বাস তাদের ধাক্কা মারে। ঘটনায় রক্তাক্ত অবস্থায় তাদের দুই জনকে উদ্ধার করে স্থানীয়রা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। কিন্তু চিকিৎসকরা শাহিদুল শেখকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।
বেপরোয়া বেসরকারি বাসের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু এক মোটর বাইক আরোহীর, আহত আরো একজন।












Leave a Reply