কোচবিহার, ২৩ সেপ্টেম্বর: মনসুর আলি খুনের ঘটনায় ধৃত অভিযুক্তকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করল মাথাভাঙা থানার পুলিশ। আজ দুপুরে মাথাভাঙা কোচবিহার রাজ্য সড়কের বেলতলা এলাকায় জহিরুল মিয়াঁ নামে ধৃত ওই অভিযুক্তকে নিয়ে যাওয়া হয়। সেখানে কি করে সে মনসুর আলিকে খুন করেছিল, তাঁর বর্ণনা দেয় অভিযুক্ত। ওই ঘটনার পুনর্নির্মাণের একটি ভাইরাল ভিডিও। সেই ভিডিও দেখে জানা যাচ্ছে, ঘটনাস্থলে বসে অভিযুক্ত এবং খুন হয়ে যাওয়া মনসুর আলি সহ আরও কয়েকজন মদ্যপান করে। এরপরেই পুরানো কোন বিষয় নিয়ে দুজনের মধ্যে বচসা হয়। এবং মনসুর আলিকে গলা টিপে মেরে তাঁর মোবাইল এবং মোটর সাইকেল নিয়ে পালিয়ে যায় ধৃত ওই যুবক।
উল্লেখ্য বুধবার সকালে মাথাভাঙ্গা বেলতলা এলাকায় রাজ্য সড়কের পাশ থেকে মনসুর আলি নামে শীতলখুচির নলগ্রাম এলাকার এক যুবকের দেহ উদ্ধার হয়। তাঁর গলায় মোবাইল চার্জার পেঁচিয়ে ফাঁস লাগানো অবস্থায় ছিল। বাঁধা ছিল হাত পা। ওই দেহ উদ্ধারের পরেই পুলিশ তদন্ত শুরু করে। এরপরেই পুলিশ জানতে পারে, খুন হয়ে যাওইয়া যুবকের মোবাইল এবং মোটর সাইকেলেরও কোন হদিস নেই। শুধু তাই নয়, মৃত যুবকের মোবাইল থেকে তাঁর পরিবারের এক সদস্যের কাছে ফোন করে ৮ লক্ষ টাকা মুক্তিপন চাওয়া হয়েছে। এরপরেই মোবাইলের সূত্র ধরেই পুলিশ দেহ উদ্ধারের ১০ ঘণ্টার মধ্যে মূল অভিযুক্তকে জহিরুল মিয়াঁকে গ্রেপ্তার করতে সমর্থ হয়। গতকাল তাঁকে মাথাভাঙা মহকুমা আদালতে তুলে ৭ দিনের জন্য রিমান্ডে নেয় পুলিশ। রিমান্ডে পাওয়ার পরেই এদিন ঘটনাস্থলে অভিযুক্তকে নিয়ে গিয়ে ওই ঘটনার পুনর্নির্মাণ করে পুলিশ।
অভিযুক্তকে ঘটনাস্থলে নিয়ে মাথাভাঙার খুনের ঘটনার পুনর্নির্মাণ করল, উঠে ভয়ংকর সব তথ্য।

Leave a Reply