কোচবিহার, ২৩ সেপ্টেম্বরঃ কাজের দাবিকে সামনে রেখে মহকুমা শাসকের দফতরের সামনে বিক্ষোভ দেখাল সিটু অনুমোদিত মুঠিয়া মজদুর ট্রাক শ্রমিক সংগঠন। আজ কোচবিহার সদর মহকুমা শাসকের দফতরের সামনে বিক্ষোভ দেখিয়ে কাজের দাবি জানায় ওই শ্রমিক সংগঠনের কর্মীরা। তাঁদের অভিযোগ, কোচবিহার শহরের অন্যতম ভবানীগঞ্জ বাজারের চারদিকে বিভিন্ন মহাজনের গুদামে যারা দীর্ঘদিন থেকে শ্রমিকের কাজ করে আসছেন, তাঁরা এখন কর্মহীন হয়ে পড়েছেন। কারন আলাদা করে শ্রমিক নেওয়ার বদলে কিছু টোটো চালক নিজেরাই বস্তা গুদাম থেকে নিয়ে এসে টোটোতে তুলে অন্যত্র নিয়ে যাচ্ছে। ফলে দীর্ঘদিন থেকে যারা কাজ করছেন, তাঁরা সারাদিন বসে থেকেও কোন রোজগার করতে পারছেন। এক সিটু নেতার কথায়, টোটো মূলত যাত্রী পরিবহণের সাথে যুক্ত, তাঁরা কেন পণ্য বহনের কাজের সাথে যুক্ত হবে? এর ফলে বহু মানুষ কর্মহীন হয়ে পড়ছে, আমরা চাই প্রশাসন হস্তক্ষেপ করে এই কর্মহীনদের পুরানো কাজ ফিরে পাওয়ার ব্যবস্থা করুক।
ভবানীবাজার ও লাগোয়া এলাকায় চাল ডাল, গম, আটা সহ সমস্ত রকম সামগ্রীর মহাজনরা রয়েছেন। যাদের গুদামে প্রতিদিন ট্রাক বোঝাই করে বিভিন্ন পণ্য আসে। তেমনি ওই গুদাম ঘ্র গুলো থেকে জেলার এমনকি জেলার বাইরেও প্রচুর পণ্য বের হয়ে যায়। এই পণ্য লোডিং আনলোডিংয়ের কাজে দীর্ঘ সময় ধরে মুঠিয়া মজদুর এবং ট্রাক শ্রমিকরা করে আসছে। সেই কাজের উপার্জন দিয়েই তাঁদের পরিবার চলে কিন্তু সম্প্রতি কিছু মহাজন এক টোটো চালককে দিয়ে ওই পণ্য পরিবহণের সাথে সাথে লোডিং আন লোডিংয়ের কাজ করাচ্ছে, নতুবা কিমি. পয়সায় বাইরে থেকে শ্রমিক নিয়ে আসছে। তার জেরেই কর্মহীন হয়ে পড়েছে অনেক শ্রমিক। এখন প্রশাসন এই সমস্যা কিভাবে সমাধান করে সেটাই এখন দেখার।
কাজ হারিয়ে কোচবিহার সদর মহকুমা শাসকের দফতরে বিক্ষোভ মুঠিয়া মজদুরদের।












Leave a Reply