কোচবিহার, ২৩ সেপ্টেম্বরঃ চিলা রায় মেমোরিয়াল ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করেছে কোচবিহার জেলা পুলিশ। আজ সাংবাদিক সম্মেলন করে ওই প্রতিযোগিতা নিয়ে জানালেন কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপার কুমার সানি রাজ। তিনি আজ নিজের দফতরে সাংবাদিকদের জানান, ওই দৌড় প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ২৮ সেপ্টেম্বর। ওই সকাল ৬ টায় ১০ কিলোমিটারের দৌড় প্রতিযোগিতা শেষ হবে পুলিশ লাইন মাঠে।
এর জন্য ইতিমধ্যেই জেলার বিভিন্ন থানা এলাকায় ওই দৌড় প্রতিযোগিতা শুরু হয়েছে। প্রত্যেক থানা থেকে প্রথম পাঁচ জন পুরুষ এবং প্রথম দুজন মহিলাকে নির্বাচিত করে জেলায় পাঠানো হবে। ওই প্রতিযোগীরা জেলা পর্যায়ের খেলায় অংশ নিতে পারবেন। বিজয়ীদের মধ্যে প্রথম স্থান অধিকারী দেওয়া স্মারক, সার্টিফিকেট এবং ২১ হাজার টাকা নগদ মুল্য। দ্বিতীয় স্থান দখলকারীকে দেওয়া হবে স্মারক সার্টিফিকেট এবং ১৫ হাজার টাকা নগদ এবং তৃতীয় স্থান দখলকারী স্মারক, সার্টিফিকেট এবং ১০ হাজার টাকা নগদ রাশি দেওয়া হবে বলে এদিন সাংবাদিক সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন।
পুলিশের উদ্যোগে কোচবিহারে চিলা রায় মেমোরিয়াল দৌড় প্রতিযোগিতা ।












Leave a Reply