বর্ধমান দু’নম্বর ব্লকের শক্তিগড় থানার অন্তর্গত ৮৭ টি পুজো কমিটির হাতে রাজ্য সরকারের দেওয়া ষাট হাজার টাকার অনুদান তুলে দেওয়া হল।

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- সামনেই আসন্ন দূর্গা উৎসব। সার্বজনীন পুজো কমিটিগুলিতে পুজো প্যান্ডেলের শেষ মুহূর্তের ব্যস্ততা। সার্বজনীন পুজো কমিটি গুলিকে এবছর ৬০০০০ টাকা অনুদান দেওয়া হবে রাজ্য সরকারের তরফে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুদান প্রাপ্ত পুজো কমিটিগুলোকে ইতিমধ্যেই রাজ্য সরকারের দেওয়া চেক বিলি করা হচ্ছে। সেই মর্মে আজ বর্ধমান দু’নম্বর ব্লকের শক্তিগড় থানার অন্তর্গত ৮৭ টি পুজো কমিটির হাতে রাজ্য সরকারের দেওয়া ষাট হাজার টাকার অনুদান তুলে দেওয়া হল। রাজ্য সরকারের তরফে এবছর বিশেষ জোর দেওয়া হয়েছে মিশন নির্মল বাংলায় যাতে পুজো কমিটি গুলি তাদের পুজো মণ্ডপ পরিষ্কার পরিচ্ছন্ন রাখে তার ওপর এছাড়াও রাজ্য সরকারের তরফে প্লাস্টিক বর্জনের ওপর জোর দেয়া হচ্ছে। রাজ্য সরকারের তরফে জানিয়ে দেওয়া হয়েছে অনুদান প্রাপ্ত ৬০ হাজার টাকা থেকে পুজো কমিটি গুলি কোনরকম সাংস্কৃতিক অনুষ্ঠান ও বস্ত্র বিতরণ করতে পারবে না। আজ বর্ধমান দু’নম্বর ব্লকে বিডিও অফিসে পুজো কমিটি গুলিকে চেক প্রদান করা হয়। আজ এই চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিশীথ কুমার মালিক, বর্ধমান দু’নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সুবর্ণা মজুমদার, শক্তিগড় থানার ওসি দীপক সরকার, পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সৌভিক পান, বৈকুণ্ঠপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জয়দেব ব্যানার্জি সহ পঞ্চায়েত সমিতি কর্মাধ্যক্ষ ও পুজো কমিটির সদস্যবৃন্দরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *