জলপাইগুড়িতে মেদিনীপুরের শিল্পীরা প্লাইবোর্ড দিয়ে তৈরি করছেন মণ্ডপ ।

0
208

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- পুজোর কাউনডাউন শুরু হয়ে গিয়েছে বিভিন্ন পুজো মন্ডপগুলোতে ।চলছে শেষের কাজ। বাইরের ও লোকাল শিল্পী রা এসে শুরু কাজ করছেন এখানে।জলপাইগুড়িতে মেদিনীপুরের শিল্পীরা প্লাইবোর্ড দিয়ে তৈরি করছেন মণ্ডপ । জলপাইগুড়ি শহর লাগোয়া মোহিতনগর সর্বজনীন দুর্গা পুজো কমিটির মণ্ডপে এবারের থিম হর হর মহাদেব। উদ্যোক্তারা জানিয়েছেন, ৭০ বছরের এবারের পুজো মণ্ডপ দর্শনার্থীদের মন ছুঁয়ে যাবে। রাত জেগে এখন চলছে মণ্ডপ তৈরির কাজ। গত দু’মাস ধরে কাজ করছেন শিল্পীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here