নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়িঃ- প্রতিবার মহালয়ার দিন জলপাইগুড়ি জুবলি পার্ক এলাকায় উপচে পরে মানুষের ভিড় । গতবার করনাকে অতিক্রম করে মানুষের ভিড় উপচে পরেছিল কিন্তু এই বছর মহালয়ার আগের দিন থেকে প্রচন্ড বৃষ্টি হওয়ায় জন জোয়ারে কিছুটা ভাটা পড়েছে, কিন্তু তবুও বৃষ্টিকে উপেক্ষা করে ছাতা মাথায় দিয়ে সাধারণ মানুষের ভিড় জলপাইগুড়ি জুবলি পার্ক এলাকায়। এদিন কঠোর পুলিশি নিরাপত্তা দেখাযায়। কোনো যানবাহন নিয়ে জুবলি পার্ক এলাকায় প্রবেশ ছিল একেবারেই নিষেধ। এর পাশাপাশি কোনো রকম শব্দ বাজি ফাটানো ছিল একেবারেই নিষেধ। সময়ের সাথে সাথে মানুষের ভিড় ও বাড়তে থাকে। এ ছাড়াও যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় তার উপর নজর রাখা হয়েছিলো পুলিশ প্রশাসনের পক্ষ থেকে।
Home রাজ্য উত্তর বাংলা বৃষ্টিকে উপেক্ষা করে ছাতা মাথায় দিয়ে সাধারণ মানুষের ভিড় জলপাইগুড়ি জুবলি পার্ক...