মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজে হাত দিয়ে উদ্বোধন করলেন উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের হরিহরপুর-নসিরহাট সার্বজনীন দূর্গাপূজোর।

উঃ দিনাজপুর, রাধারানী হালদারঃ- মহালয়ার শুভ দিনে সারা রাজ্যের একাধিক পুজো মন্ডপের উদ্বোধনের সাথে সাথে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজে হাত দিয়ে উদ্বোধন করলেন উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের হরিহরপুর-নসিরহাট সার্বজনীন দূর্গাপূজোর। কলকাতা থেকে রাজ্যের মূখ্যমন্ত্রী রাজ্যের ২৬৩ টি সাথে তাল মিলিয়ে উত্তর দিনাজপুর জেলার ১০টি ভার্চুয়ালি দূর্গা পূজার উদ্ধোধন করেন।জেলার ১০টি পূজার মধ্যে কালিয়াগঞ্জের হরিহরপুর-নসিরহাট সার্বজনীন দূর্গাপূজোর উদ্ধোধন করেন।
পূজো কমিটির সম্পাদক স্বপন সরকারের নেতৃত্বে এদিন হরিহরপুর-নসিরহাট দূর্গাপূজোর উদ্বোধনী মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী, জেলা পরিষদের কো মেন্টর অসীম ঘোষ, কালিয়াগঞ্জের বিডিও প্রসূন কুমার ধারা,থানার আইসি দীপাঞ্জন দাস, কালিয়াগঞ্জ পুরসভার পুরপ্রধান রাম নিবাস সাহা,পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার,বিশিষ্ট সমাজসেবী নিতাই বৈশ্য ও হীরন্ময় সরকার সহ বিশিষ্ট।কালিয়াগঞ্জ শহর লাগোয়া ধনকৈল পঞ্চায়েতের হরিহরপুর-নসিরহাট সার্বজনীন দূর্গোৎসবে মন্ডপ তৈরি হয়েছে হারিয়ে যাওয়া যাত্রা পালাকে সামনে রেখে “যাত্রা শুরু” থিমকে সামনে রেখে পূজা মন্ডপ তৈরি হয়েছে।
যাত্রা শুরু থিম নির্ভর এই মন্ডপ সজ্জার সঙ্গে তাল মিলিয়ে আছে দেবী দশভুজার প্রতিমা। মন্ডপ ও প্রতিমার সঙ্গে তাল মিলিয়ে আছে আলোকসজ্জা। কালিয়াগঞ্জের নসিরহাট-হরিহরপুর সার্বজনীন দূর্গাপূজা এবারে ৫৩ বর্ষে পদাপর্ণ করলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *