নিজস্ব সংবাদদাতা, মালদাঃ-প্রশাসনের সহযোগিতায় হারিয়ে যাওয়া এবং চোরাই মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দিল পুলিশ। বৃহস্পতিবার দুপুরে পুকুরিয়া থানার পুলিশ ছয় জনকে তাদের হারিয়ে যাওয়া এবং চুরি হয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে থানায় তুলে দেওয়া হয়।
উল্লেখ্য বেশ কয়েকদিন ধরে পুকুরিয়া এলাকায় মোবাইল চুরি বেড়ে যাচ্ছিল। এলাকার কয়েকজন যুবকের মোবাইল চুরি হওয়ায় তারা পুকুরিয়া থানায় লিখিত আকারে অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত নামে পুকুরিয়া থানার পুলিশ আজ ছটি মোবাইল উদ্ধার করে পুলিশ আধিকারিকেরা। পুকুরিয়া থানার ডেকে মোবাইলের প্রকৃত মালিকদের হাতে এই মোবাইল গুলি তুলে দেন। মোবাইলের মালিকেরা মোবাইল ফিরে পেয়ে খুবই খুশি।












Leave a Reply