প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে মালদহের হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী নতুন বাস স্যান্ডে ঝাড়ু হাতে সাফাই অভিযানে নামলেন বিধায়ক জুয়েল মূর্মূ।

নিজস্ব সংবাদদাতা, মালদা: -প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে মালদহের হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী নতুন বাস স্যান্ডে ঝাড়ু হাতে সাফাই অভিযানে নামলেন বিধায়ক জুয়েল মূর্মূ। তাঁর সঙ্গে ছিলেন বিজেপি নেতা কর্মীরা।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭২ তম জন্মদিন উপলক্ষে সেবা পক্ষ কর্মসূচি নিয়েছে বিজেপির।রাজ্যের বিভিন্ন এলাকায় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজন করায় বঙ্গ বিজেপি। তাই এদিন হবিবপুর ব্লকের বুলবুল চন্ডি নতুন বাসস্ট্যান্ডে হবিবপুর বিজেপির পক্ষ থেকে শুক্রবার সকাল থেকে স্বচ্ছভারত অভিযান করা হয়। প্রধানমন্ত্রীর জন্মদিন সেবা সপ্তাহের বিজেপি পক্ষ থেকে কোথাও বৃক্ষরোপণ কর্মসূচি, দুস্থদের মধ্যে ফল বিতরণ,সহ নানান ধরনের কর্মসূচি আয়োজন করা হয়। এদিনের উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির চার মণ্ডলের সভাপতি, স্বপন বর্মন, প্রাক্তন জেলা পরিষদে সদস্য বিশ্বজিৎ সিং সহ হবিবপুর বিধানসভা বিধায়ক জয়েল মুমূ সহ অন্যান্য কাযকরতা ও কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *