প্রবল বৃষ্টিতে ঝাড়গ্রামের বেশ কয়েকটি পূজা মন্ডপে জল সপ্তমীর দিন পুজোর আনন্দ মাটি।

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম:- আলিপুর আবহাওয়া দপ্তর সপ্তমী থেকে বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী রবিবার মহা সপ্তমীর দিন দুপুরের পর ঝাড়গ্রাম জেলা জুড়ে প্রবল বৃষ্টি ও বিভিন্ন এলাকায় ঝড়ো বাতাস বয়ে যায়। রবিবার সন্ধ্যা পর্যন্ত বৃষ্টি অব্যাহত রয়েছে । যার ফলে মহাসপ্তমীর দিন দুর্গা পূজার আনন্দ মাটি হয়ে গিয়েছে। ঝাড়গ্রাম শহরের বিভিন্ন এলাকায় জল জমে গিয়েছে। ঝাড়গ্রাম শহরের হাসপাতাল রোড এলাকায় পাঁচ নম্বর জাতীয় সড়কের দিয়ে বইছে জল । ঝাড়গ্রামের পণ্যবীথি এলাকার রাস্তা জলে ডুবে গিয়েছে। বেশ কয়েকটি পূজা মন্ডপে জল ঢুকে গিয়েছে । ঝাড়গ্রাম পৌরসভার বাছুরডোবা এলাকায় শারদ উৎসব দুর্গাপূজা কমিটির আলোর গেট ভেঙে গিয়ে রাস্তার উপর পড়ে। অল্পের জন্য রক্ষা পায় একজন পথচারী। যার ফলে বেশ কিছুক্ষণ পাঁচ নম্বর রাজ্য সড়কে জানবাহন চলাচল বন্ধ ছিল। ভারী বৃষ্টির ফলে ঝাড়গ্রামের জনজীবন একেবারেই বিপর্যস্ত হয়ে পড়েছে। ঝাড়্গ্রাম শহরের বেশ কিছু এলাকায় বাড়িতে জল ঢুকেছে। স্থানীয় বাসিন্দারা এলাকা থেকে জল বের করে দেওয়ার জন্য ড্রেন পরিষ্কার করার কাজ শুরু করেছে। ঝাড়গ্রাম শহরের পাশাপাশি ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর, নয়াগ্রাম, সাঁকরাইল, বেলিয়াবেড়া, জামবনী,লালগড়, বিনপুর , বেলপাহাড়ী থানা এলাকায় ভারী বৃষ্টি হয় রবিবার। যার ফলে মানুষ প্রতিমা দেখতে রাস্তায় বেরোতে পারেনি, কার্যত গৃহবন্দী অবস্থায় বাড়িতে রয়েছে। আকাশের মুখ ভার টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। তাই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর মহা সপ্তমীর দিন কার্যত মানুষকে ঘরের মধ্যেই আটকে থাকতে হলো। ভারী বৃষ্টির ফলে পুজো কমিটির কর্মকর্তাদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। যার ফলে শারদ উৎসবের মহাসপ্তমীর দিন কার্যত মাটি হয়ে গেল সবার। সেই সঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে সোমবার মহাষ্টমীর দিনও ভারী বৃষ্টি হবে ঝাড়গ্রাম জেলা জুড়ে, যার ফলে দুর্গাপূজার আনন্দ একেবারে মাটি হতে বসেছে বলে অনুমান করছেন ঝাড়গ্রাম জেলার বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *