নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- রানাঘাট মহাপ্রভুরপাড়া ১৬র পল্লীর সর্বজনীন দুর্গোৎসব এবার ৭৫ বছরে পদার্পণ করলো। হীরক জয়ন্তী বর্ষে তাদের মন্ডপ তৈরি হয়েছে ব্যাঙ্গালোরের ইসকন মন্দিরের আদলে। অভিনবত্ব রয়েছে দুর্গা প্রতিমাতেও। বিশ্বজুড়ে শান্তির বার্তা দিতে মণ্ডপের রং হয়েছে সাদা। পুজো মন্ডপের ভেতরে রয়েছে অপরূপ ঝর্ণাধারা। ব্যাঙ্গালোরের ইসকন মন্দির দেখতে সাধারণ মানুষ ভিড় জমাচ্ছেন মহাপ্রভুপাড়া ১৬র পল্লীর দুর্গোৎসবে।
রানাঘাট মহাপ্রভুরপাড়া ১৬র পল্লীর সর্বজনীন দুর্গোৎসব এবার ৭৫ বছরে পদার্পণ করলো।

Leave a Reply