আবদুল হাই, বাঁকুড়াঃ আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া দুঃস্থ অসহায় পরিবারের মা বোন এবং বৃদ্ধ বৃদ্ধাদের হাতে মাধবগঞ্জ মদন গোপাল মন্দির প্রাঙ্গণে দুর্গোৎসবে বস্ত্র তুলে দেয় মাধবগঞ্জ সর্বজনীন দুর্গোৎসব কমিটি এবং এয়ার ইন্ডিয়া বিষ্ণুপুর ওয়েলফার সোসাইটির কর্মকর্তারা।পূজোয় নতুন বস্ত্র পেয়ে খুবই খুশি মা বোনেরা । এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসডিপিও কুতুবুদ্দিন খান,আইসি অতনু সাঁতরা সহ এয়ার ইন্ডিয়া বিষ্ণুপুর ওয়েলফার সোসাইটির কর্মকর্তারা।
শারদীয়া দুর্গোৎসবে শতাধিক দুঃস্থ অসহায়দের বস্ত্র তুলে দিল।

Leave a Reply