বাঁকুড়া, নিজস্ব সংবাদদাতা:- আজ মহা অষ্টমী, বাংলা তথা বাঙালির শ্রেষ্ঠ উৎসবের বিশেষ একটি দিন প্রত্যেকটি হিন্দু বাঙালি বাড়ির মহিলাদের কাছে। দুর্গতিনাশিনী মায়ের পুষ্পাঞ্জলি দিয়ে বাড়ির সকলের মঙ্গল কামনায় ব্রত পালন করেন মহিলারা, আর এই ব্রত পালনের খাদ্য তালিকায় থাকে যেমন বিভিন্ন মিষ্টান্ন তেমনি থাকে রীতি মেনে লুচি,, মায়ের পূজাতে আজ নিবেদন করা হয় বিভিন্ন ধরনের মিষ্টান্নের সঙ্গে লুচি তেমনি ব্রত পালনকারী মহিলারা আজ লুচি , মিষ্টান্ন খাদ্য হিসাবে গ্রহন করে থাকেন। বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের গোবিন্দপুর,সিমুলিয়া ঠাকুররাণী পুষ্করীনি গ্ৰামের বাড়িতে বাড়িতে দেখা গেল লুচি করার ধুম আর সেই চিত্র ওঠে এলো আমাদের ক্যামেরায়। বাড়িতে বাড়িতে লুচি, বেগুন ভাজা,পায়েস,ছোলার ডাল নানা ধরনের মিষ্টান্ন খাবার গ্ৰহণ করা হয়।লুচি হল সাত্ত্বিক আহার।নবরাত্রির নয় দিন উপবাস করার পর অষ্টমীর দিন সাত্ত্বিক আর পুষ্টিকর আহার হিসেবে মিষ্টান্ন,ছানার বিভিন্ন পদ সহ লুচি খাওয়া হয়। প্রতিদিন ভাতের পরিবর্তে বছরে অষ্টমীর দিন লুচি সহ বিভিন্ন পুষ্টিকর মুখরোচক প্রোটিন সমৃদ্ধ খাবার শরীর ও মনকে তাজা রাখে
মহা অষ্টমীর ব্রতই সকরি বিহীন উপাদেও খাদ্য লুচি খাওয়ারই চিরাচরিত রীতি।












Leave a Reply