নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- গ্রাম বাংলায় প্রায় লুপ্ত হতে বসেছে বাবুই পাখির বাসা। বিগত ১৫ কুড়ি বছর আগেও গাছে গাছে ঝুলে থাকতো বাবুই পাখির বাসা। কিন্তু আর এখন তা প্রায় চোখেই পড়ে না। হারিয়ে যাওয়া সেই ঐতিহ্যকে জনসম্মুখে তুলে ধরতে এবার থিম নির্ভর দুর্গা মন্ডপ তৈরি করেছে রানাঘাট কোর্টপাড়া ইয়ংস।আর এই থিমের নাম দেওয়া হয়েছে বাবুই পাখির বাসা। মন্ডপের বিভিন্ন জায়গায় অভিনব কায়দায় ঝুলে রয়েছে বাবুই পাখির বাসা।রানাঘাট কোর্টপাড়া ইয়ংসের দুর্গাপুজোর এবার ৫৪ তম বর্ষে পদার্পণ করল। খুবই ভক্তি নিষ্ঠার সঙ্গে এখানে পূজিত হচ্ছেন দেবী দুর্গা।রানাঘাট কোর্টপাড়া ইয়ংসে বাবুই পাখির বাসা দেখতে ভিড় জমাচ্ছেন অসংখ্য সাধারণ মানুষ।
লুপ্ত প্রায় বাবুই পাখির বাসা, সেই ঐতিহ্যকে জনসম্মুখে তুলে ধরতে এবার থিম নির্ভর দুর্গা মন্ডপ তৈরি করেছে রানাঘাট কোর্টপাড়া ইয়ংস।












Leave a Reply