সিঁদুর খেলার মধ্য দিয়ে প্রতিমা বিসর্জন।

আবদুল হাই , বাঁকুড়াঃ বিসর্জন মানে মানব মনের রাগ, হিংসা, ঘৃণা, মায়া, মোহিশক্তি, কঠোরতা ও কর্কশতার বিসর্জন। আজ আমরা যে মায়ের পূজা করলাম ,তার স্নেহ ও মমতা ভাবটা নিজের মধ্যে সৃজন করার নামই হল বিসর্জন। দেবতার দিব্য ভাব নিজের অন্তরে সৃজন করার মধ্য দিয়েই বিসর্জনের মূল তাৎপর্য ফুটে ওঠে। পশু শক্তি অকল্যাণ, অহংকার সকল প্রকার অন্যায় অবিচারের বিরুদ্ধে ব্যক্তির বিজয় স্থাপিত হয়। তাই বিজয়া উৎসব ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত মা দূর্গা মণ্ডপে সাকার রূপে অবস্থান করেছেন এবং দশমীর পর থেকে মা দুর্গা নিরাকারের রূপে আমাদের হৃদয় মন্দিরে অবস্থান করবেন। আজ বিজয়া দশমী। সেই উপলক্ষে বাঁকুড়া জেলার সলদা গ্রামে প্রতিমা বিসর্জন অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। বাইরের বহু দর্শনার্থী এই অনুষ্ঠানে যোগদান করেন। অনুষ্ঠানে দর্শনার্থীর ভিড় ছিল চোখে পড়ার মতো। বহু বিবাহিত মহিলা সিঁদুর খেলায় অংশগ্রহণ করেন।সিঁদুর খেলার মধ্য দিয়ে বিজয়া দশমীর সমাপ্তি ঘটিয়ে প্রতিমা বিসর্জন দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *