প্রতি বছরের ন্যায় এ বছরও মালদা জেলা ক্রীড়া সংস্থার মাঠে অনুষ্ঠা হল দশেরা উৎসব।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ-প্রতি বছরের ন্যায় এ বছরও মালদা জেলা ক্রীড়া সংস্থার মাঠে অনুষ্ঠা হল দশেরা উৎসব, কালিতলা ক্লাব ও কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরীর সহযোগিতায় এই দশেরা রাবণ বধ অনুষ্ঠান করা হয়।এদিন রাবণ বধ দেখতে ভিড় জমিয়েছেন বহু সাধারণ মানুষ, এছাড়াও উপস্থিত ছিলেন জেলা শাসক,পুলিশ সুপার, তৃণমূলের জেলা সভাপতি সহ জেলার বিশিষ্ট ব্যক্তিরা,হুডখোলা গাড়িতে করে রাম লক্ষণকে গোটা মাঠ পরিক্রমা করানো হয়, এছাড়াও বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হয়। রাবণ বধের সাথে সাথে বিভিন্ন আতশবাজি দেখা গিয়েছে মাঠে। দশেরার দিন ভারতের বিভিন্ন জায়গায় রাবণ দহনের মাধ্যমে এই দিন পালন করা হয়।আরও শোনা যায়, ৯ রাত্রি ১০ দিন ধরে অবিরাম লড়াইয়ের পর দেবী দুর্গা দশম দিনে মহিষাসুরকে বধ করেন। সুতরাং এই দিন দেবীর জয়ের দিন।এই দিনে ভগবান রাম লঙ্কাপতি রাবণকে বধ করেন। এই উৎসবকে অধর্মের উপর ধর্মের বিজয়ের প্রতীক হিসাবে বিবেচনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *