নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- জলপাইগুড়ির মাল নদীতে দুর্গা প্রতিমা বিসর্জনের সময় হড়পা বান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৮ জনের।জলের তোড়ে নিখোঁজ হয়েছেন অনেকে। মর্মান্তিক এই দুর্ঘটনার জন্য বৃহস্পতিবার সন্ধ্যায় শোক পালন করলো রানাঘাট চারের পল্লী দুর্গা পুজো কমিটি। এদিন সন্ধ্যায় চারের পল্লী দুর্গা পুজো মন্ডপে মোমবাতি জ্বালিয়ে হরপা বানে মৃত ও আহতদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। মর্মান্তিক এই দুর্ঘটনার জন্য বিজয়ার পরবর্তী সমস্ত অনুষ্ঠান বাতিল করা হয়েছে বলে অনুষ্ঠানে ঘোষণা করেন চারের পল্লীর কর্মকর্তারা। এদিনের এই শোক পালন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায়।
হড়পা বান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৮ জনের, শোক পালন করলো রানাঘাট চারের পল্লী দুর্গা পুজো কমিটি।

Leave a Reply