জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- হাজার হাজার মানুষের জমাগমে বিসর্জন হলো জলপাইগুড়ি পৌর এলাকার বিভিন্ন পুজোর মন্ডপের প্রতিমার নিরঞ্জন।এইদিন জলপাইগুড়ি শহরের বিভিন্ন নিরঞ্জন ঘাটগুলোতে অসংখ্য মানুষের ভিড় ছিল। জলপাইগুড়ি পৌরসভা সুশৃঙ্খল ভাবে বিভিন্ন ঘাটগুলোতে সব ধরনের আপদকালীন পরিষেবা চালু রেখেছিল। যদিও আগামীকাল শহরের বুকে কার্নিভাল হবে তাই বেশ কয়েকটি প্রতিমা বিসর্জন দেওয়াইনি উদোক্তারা।ক্রেন দিয়ে প্রতিমা নিরঞ্জন করার ব্যবস্থা ছিল । করলা নদীর দশমীর ঘাট ছিল চোখে পড়ার মতন ভীড়।
হাজার হাজার মানুষের জমাগমে বিসর্জন হলো জলপাইগুড়ি পৌর এলাকার বিভিন্ন পুজোর মন্ডপের প্রতিমার নিরঞ্জন।












Leave a Reply