জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- বিষাদের ছবি পুজো মন্ডপ গুলোতে।ভিড় থাকার বদলে শূন্যতার ছবি জলপাইগুড়ি তে। বন্ধ রাখা হয়েছিল লাইটিং ও। বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের বিভিন্ন পুজো মণ্ডপগুলোতে এই ধরনের শূন্যতার ছবি দেখা গেছে।পাচ তারিখ দশমীর ঘাট হলেওসরকারী ঘোষনা অনুযায়ী সাত তারিখ কার্নিভাল অনুষ্ঠান হবার কথা ছিল জলপাইগুড়ি তে। কিন্তু দশমীর দিন মাল নদীতে হঠাৎ ই বান চলে আসার জন্য আটজনের মৃত্যুর খবর জেলা প্রশাসন মারফত জানা গেছে।সেই কারণে বন্ধ করে দেবার হয়েছে কার্নিভালের অনুষ্ঠান।তাই শহর ও ছিল ফাঁকা। পুজো মন্ডপ গুলোতে মানুষের ভিড় ছাড়া অবস্থায় দেখা গিয়েছিল।
বিষাদের ছবি পুজো মন্ডপ গুলোতে।












Leave a Reply