পূর্ব বর্ধমান জেলা প্রশাসন ও বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাসের যৌথ উদ্যোগে বর্ধমান শহরে প্রথমবার অনুষ্ঠিত হলো মা কার্নিভাল।

পূঃ বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর বিজয়া দশমীর শেষ হয়ে মা ফিরে গেছেন কৈলাসে। আপামোর বাঙালি মন এখন ভারাক্রান্ত আবার অপেক্ষা একটা বছরের। কিন্তু পুজো যেন শেষ হয়েও শেষ হলো না বর্ধমান শহরে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঐকান্তিক প্রচেষ্টায় পূর্ব বর্ধমান জেলা প্রশাসন ও বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাসের যৌথ উদ্যোগে বর্ধমান শহরে প্রথমবার অনুষ্ঠিত হলো মা কার্নিভাল। মায়ের বাড়ি ফিরে যাওয়ার পর একটু আনন্দঘন মুহূর্ত বর্ধমান শহরবাসীকে উপহার দেওয়া হলো। বর্ধমান শহরে প্রথমবার অনুষ্ঠিত এই মা কার্নিভাল দেখতে উপচে পড়েছিল সাধারণ মানুষের ভিড়। ত্রিশটি পুজো কমিটি নিয়ে অনুষ্ঠিত হয় এই মা কার্নিভাল। পুরুলিয়া ছৌ নিত্য, বাংলার লোক সংস্কৃতি, আদিবাসী নৃত্য, ঢাকের বাদ্দি, নারী শক্তি ও সরকারের বিভিন্ন রকম প্রকল্পের ট্যাবলো এদিন পূজো কমিটি গুলির শুভ যাত্রায় দেখতে পাওয়া যায়। এদিন বর্ধমান শহরে অনুষ্ঠিত মা কার্নিভালে উপস্থিত হয়েছেন বলিউড অভিনেতা চাঙ্কি পান্ডে। ফিতে কেটে অনুষ্ঠানের সূচনা করা হয়। মা কার্নিভাল অনুষ্ঠান মঞ্চ উপস্থিত ছিলেন রাজ্যের প্রাণিসম্পদ বিকাশ মন্ত্রী স্বপন দেবনাথ, পূর্ব বর্ধমান জেলার জেলাশাসক প্রিয়াংকা সিংলা, পূর্ব বর্ধমান জেলার পুলিশ সুপার কামনাশিষ সেন,পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতির শম্পা ধারা, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহকারি সভাধিপতি দেবু টুডু, বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *