মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:- প্রাতঃভ্রমণ বেরিয়ে খুন হলেন এক ব্যক্তি। শনিবার ভোরের এই ঘটনা ভরতপুর থানার সুন্দিপুর গ্রামের কাছে। পুলিশ জানিয়েছে মৃতের নাম কাজল দত্ত বয়স ৪৭ তার বাড়ি ভরতপুরে। মৃতের পরিবারের লোকজন জানান প্রতিদিনের মতো এদিন ভোরে ওই ব্যক্তি ও তার বন্ধু ভ্রমণে বেরিয়ে যান সুন্দিপুর গ্রামের দিকে। এরপর সুন্দিপুর মাঠে থেকে কাজল দত্তের গলার নলি কাটা দেহ উদ্ধার হয়। পুলিশ তদন্ত শুরু করেছে।
প্রাতঃভ্রমণ বেরিয়ে খুন হলেন এক ব্যক্তি।

Leave a Reply