ডিয়ার লটারির ভাউচার কমিয়ে দেওয়ায় প্রতিবাদ লটারি সেলারদের।

মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:- ডিয়ার লটারির ভাউচার কমিয়ে দেওয়ায় প্রতিবাদ লটারি সেলারদের। লটারির ভাউচার কমিয়ে দেওয়ার ফলে লটারি বিক্রেতারা আজ দুপুরে বাগডহরা মোড়ে প্রতিবাদ কর্মসূচী করে। এবং বাগদহরা মোড় থেকে মাইকে প্রচারের মাধ্যমে একটি রেলি করে জিয়াগঞ্জ শহর পরিক্রমা করে । মূলত তাদের দাবি 9000 হাজার টাকার ভাউচার ১000 টাকা করতে হবে ।৫০০ টাকার ভাউচার ১০০ টাকা, ২৫০ টাকার ভাউচার ৫০ টাকা, এবং ১২০ টাকার ভাউচার 20 টাকা করতে হবে। ডিয়ার লটারির বিরুদ্ধে অভিযোগ দিনের পর দিন লটারি সেলারদের ভাউচার কমিয়ে দিচ্ছে, ফলে সমস্যায় পড়ছেন লটারি বিক্রেতারা, সরকার কোনো রকম ভাবে তাদের সাহায্য করেন না।তারা বলেন যতদিন পর্যন্ত তাদের দাবি না মানা হচ্ছে ততদিন পর্যন্ত ডিয়ার লটারি বিক্রি করা বন্ধ রাখবেন, তারা আরো বলেন যদি তাদের দাবি না মানা হয় তাহলে বৃহত্তর আন্দোলনে যাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *