পোড়া পাহাড়ে আদিম মানুষের গুহার সন্ধান মিললো।

0
250

আবদুল হাই,বাঁকুড়াঃ বাঁকুড়া জেলার খাতড়া শহর থেকে কয়েক কিলোমিটার দূরে সাহেববাঁধ। সেখান থেকে যেতে হয় পোড়া পাহাড়।পোড়া পাহাড় এ অবস্থিত গুহা। গুহার ভিতরে প্রায় ১০০ ফুট লম্বা এবং ভিতরে রয়েছে সাতটি কুঠুরি যেখানে মনে করা হচ্ছে মানুষজন এই কুঠুরিতে বাস করত তাই মানুষেরই বসবাস ছিল ৭ কিলোমিটার দূরে অবস্থিত এই পোড়া পাহাড় এই পাহাড় ঘিরে রয়েছে মনোরম দৃশ্য। সেই পাহাড়ের আদিম মানুষের গুহা আজও অক্ষত অবস্থায় রয়েছে এলাকার সাধারণ মানুষেরা জানান। সম্ভবত হাজার বছর আগের এই গুহা বলে মনে করছেন এলাকাবাসী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here