জলপাইগুড়ি শহরের ঐতিহ্যবাহী কালী মন্দির এর মধ্যে দিনবাজার কালীবাড়ি অন্যতম।

0
191

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- জলপাইগুড়ি শহরের ঐতিহ্যবাহী কালী মন্দির এর মধ্যে দিনবাজার কালীবাড়ি অন্যতম। জলপাইগুড়ি শহরের দিন বাজারে অবস্থিত এই কালীবাড়িতে চলেন নিত্য দিন পুজো। প্রতিদিন প্রচুর ভক্ত সমাগম হয় এই মন্দিরে। কথিত আছে করোলা নদীতে মা কালী এসে স্নান করে যেতেন এবং তারপরেই প্রতিষ্ঠিত হয় এই মন্দির। প্রতিদিন দূর দুরান্ত থেকে প্রচুর ভক্ত আসে এই মন্দিরে ভক্তদের কথায় এক আধ্যাত্বিক শক্তি তাদের টেনে নিয়ে আসে এই মন্দিরে। তিন বেলা চলে ভোগ । কখনো খিচুড়ি কখনো লুচি পায়েস অথবা সাদা অন্য দিও চলে মায়ের ভোগ নিবেদন। এ বিষয়ে দিন বাজার কালি বাড়ির পুরোহিত গোবিন্দ চক্রবর্তী জানান ১৮৬৮ সালে জলপাইগুড়ি রাজার হাত ধরে প্রতিষ্ঠিত হয় এই মন্দির বহুবার তিনি এখানে মাকে নদীতে চান করতে দেখেছেন। শুধু উনি নয় অনেকেই দেখেছে অত্যন্ত জাগ্রত এই মন্দির।

বাইট

অপরদিকে একজন ভক্ত জানায় আমি সারা বছর এই মন্দিরে আসি মাকে পূজো দেই এখানে পূজো দিতে খুব ভালো লাগে শুধু শনিবার নয় সারা বছরই এখানে পুজো দিতে আসি কালীপুজোর দিন মহাসমারোহে এখানে পূজা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here