নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- উত্তরাখণ্ডে ট্রেকিং করতে গিয়ে নিখোঁজ নদীয়ার কল্যাণী থানার সগুনা এলাকার যুবক অলোক বিশ্বাস (৩৫)।
ট্রেকিং এর জন্য চতুর্থীর বিকালে বাড়ি বের হন পেশায় প্রাইমারি স্কুলের শিক্ষক অলোক বিশ্বাস।
পরিবারের দাবী, এলাকার আরেকজন যুবকের সাথে কলকাতা সহ বিভিন্ন এলাকার মোট ১৮ জন উত্তরখন্ডের রুদ্রপ্রয়াগের মহাপঞ্চকল রুটে ট্রেকিংয়ের জন্য যায়।
গত কয়েকদিন ধরেই পরিবারের সাথে ফোনে কথা হয়নি অলোকের।
আজ সকালে উত্তরাখণ্ড থেকে পরিবারকে ফোন করে অলোকের নিখোঁজের খবর জানানো হয়।
উত্তরাখণ্ডে পাহাড়ে ট্রেকিংয়ে নিখোঁজ নদীয়ার যুবক।

Leave a Reply