কোচবিহার, নিজস্ব সংবাদদাতা: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফর নিয়ে মন্তব্য করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক। রবিবার কোচবিহারে এক কর্মসূচিতে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফর নিয়ে মন্তব্য করেন। সেখানে তিনি বলতে গিয়ে একপ্রকার কটাক্ষ করেন। তিনি বলেন, কলকাতা থেকে অনেকেই আসেন হাওয়া বদল করতে। তিনিও একইভাবে আসছেন এতে নতুন কিছু নয়। উত্তরবঙ্গের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আসছেন। যদি নতুন কোন বড় প্রজেক্ট এর ঘোষণা করেন তাহলে তার জন্য সাধুবাদ। আমরা অতিথি পরায়ণ আমরা মনে করি অতিথি দেব ভব। প্রসঙ্গত,আগামীকাল উত্তরবঙ্গ সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে তার একাধিক কর্মসূচি আর সেই কর্মসূচিকে সামনে রেখেই সেই প্রসঙ্গে এবার কটাক্ষ করলেন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক।
উত্তরবঙ্গ সফর নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কটাক্ষ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক।

Leave a Reply