ঝাড়গ্রামের রঘুনাথপুর এলাকায় বেআইনিভাবে শাল গাছ কাটাকে কেন্দ্র করে উত্তেজনা।

0
256

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম:- রবিবার সন্ধ্যায় ঝাড়গ্রাম শহরের রঘুনাথপুর এলাকায় পাঁচ নম্বর রাজ্য সড়কের ধারে থাকা বহু প্রাচীন একটি শাল গাছকে কেটে ফেলা হয়। বিষয়টি এলাকার মানুষ দেখতে পেয়ে ক্ষোভে ফেটে পড়েন। এরপর স্থানীয় বাসিন্দারা ঝাড়গ্রাম থানার পুলিশ প্রশাসনকে ও বন দপ্তরের আধিকারিককে বিষয়টি জানায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ ও বন দপ্তরের আধিকারিকরা। কেটে ফেলা শাল গাছ টি কে সিজ করা হয়েছে। কি কারণে ওই শাল গাছ টি কে কাটা হয়েছিল তা খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে বন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়। তবে শাল গাছ কাটার কোন অনুমতি বন দপ্তরের পক্ষ থেকে দেওয়া হয়নি বলে বনদফতর এর ঝাড়গ্রাম রেঞ্জের আধিকারিক জানান। তিনি বলেন বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। যেভাবে উর্ধ্বতন কর্তৃপক্ষ নির্দেশ দিবেন সেভাবেই ওই শাল গাছ কাটার বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হবে। ঝাড়গ্রাম শাল গাছের জন্য পরিচিত। অরণ্য সুন্দরী ঝাড়গ্রামকে আরো সুন্দর করে তোলার জন্য যখন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ঠিক সেই সময় প্রকাশ্য দিবালোকে ও রাতের অন্ধকারে একের পর এক দামি শাল গাছ কেটে পাচার হয়ে যাচ্ছে বলে অভিযোগ। তবে রবিবার শাল গাছটি কাটা হলেও সেই শাল গাছ এর কাঠ পাচার হওয়ার আগে স্থানীয় বাসিন্দারা আটকে দেয় ।যাকে কেন্দ্র করে রবিবার সন্ধ্যায় ঝাড়গ্রাম শহরের রঘুনাথপুর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। অবৈধভাবে শাল গাছ কাটার বিরুদ্ধে ঝাড়গ্রামের মানুষ প্রতিবাদে রবিবার গর্জে ওঠেন। যারা ওই শাল গাছ কাটার সাথে জড়িত তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য পুলিশ ও বন দফতর এর কাছে স্থানীয় বাসিন্দারা অভিযোগ জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here