মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:- দিন কুড়ি আগে লালগোলা থানার অন্তর্গত সারপাখিয়া গ্রামের আব্দুর রাজ্জাক নামের এক যুবক আতত্মহতা করে। ওই যুবকের কাছ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করে পুলিশ। সেই সুইসাইড নোটে পুলিশ জানতে পারে যে ওই যুবক শিক্ষকের চাকরীর জন্য মোটা টাকা দিয়েছে তবুও সে চাকরি পায়নি আর তার কারণেই মানসিক অবসাদে ভুগছিল যুবক। মানসিক অবসাদেই আত্মহত্যা করে ওই যুবক । ঘটনার দিন কুড়ি পেরিয়ে গেলেও কিনতু এখনো পর্যন্ত যে আসল অভিযুক্ত তাকে এখনো পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। ঘটনায় মিডিলমান কে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার মৃত যুবকের পরিবারের সঙ্গে দেখা করতে সারপাখিয়া গ্রামে এলেন লোকসভার বিরোধী দলনেতা সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। মৃত যুবকের পরিবারের পাশে থাকার বার্তা দেন তিনি। পাশাপশি মৃত যুবকের আত্মহত্যার পিছনে যাদের হাত রয়েছে তাদের কঠোর শাস্তির দাবীও জানান । তিনি বলেন পুলিশ কেনো এখনো আসল ব্যাক্তিকে ধরতে পারেনি তার জন্য আমরা থানায় ডেপুটেশন জমা দেবো। প্রয়োজন হলে পুলিশ সুপারের সঙ্গেও দেখা করবো। মৃত যুবকের পরিবার যতদূর যাবে আমরাও ঠিক ততদুরই তাদের সঙ্গে থাকবো বলেই জানেন লোকসভার বিরোধী দল নেতা সাংসদ অধীর রঞ্জন চৌধুরী ।
টাকা দিয়েও চাকরি না পাওয়ায় আত্মঘাতী যুবকের মৃত যুবকের পরিবারের সঙ্গে দেখা করতে সারপাখিয়া গ্রামে এলেন লোকসভার বিরোধী দলনেতা সাংসদ অধীর রঞ্জন চৌধুরী।

Leave a Reply