তৃণমূল বিধায়কের ফ্রাম হাউসে থাকবেন মুখমন্ত্রী, জনগণের ট্যাক্সর টাকায় হচ্ছে সৌন্দরজায়নের কাজ, অভিযোগ বিজেপির।

0
155

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়িঃ- তৃণমূল বিধায়কের ফ্রাম হাউসে থাকবেন মুখমন্ত্রী, জনগণের ট্যাক্সর টাকায় হচ্ছে সৌন্দরজায়নের কাজ, অভিযোগ বিজেপির।

আগামীকাল সোমবার তিন দিনের উত্তরবঙ্গ সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সোমবার মুখ্যমন্ত্রী মালবাজারের তেসিমলা গ্রাম পঞ্চায়েতে অবস্থিত একটি ব্যাক্তিগত ফার্ম হাউসে উঠবেন এবং সরকারি বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন, ঘটনা চক্রে এই ফার্ম হাউসটি বর্তমানে কলকাতার মহেশতলার তৃণমূল বিধায়ক দুলাল দাসের অধীনে রয়েছে যিনি সম্পর্কে তৃণমূল নেতা তথা একদা মন্ত্রী শোভনদের চট্টোপাধ্যায়ের শশুর।
এদিকে রবিবার জলপাইগুড়ির অতিরিক্ত জেলা শাসক পূর্ত দপ্তরকে এক লিখিত নির্দেশ দিয়ে বলেছেন দ্রুত ওই ফার্ম হাউসের যাবতীয় সংস্কার এবং প্রয়জোনীয় রক্ষনাবেক্ষণ করার।
এর পরেই বিকেলে বিজেপি দলের পক্ষ থেকে করা এক সাংবাদিক সম্মেলনে অভিযোগ তোলা হয়, জনগণের ট্যাক্সের টাকায় মুখ্যমন্ত্রীর জন্য কি ভাবে একটি ব্যাক্তিগত খামার বাড়ির সংস্কার করছে সরকার।
এই প্রসঙ্গে নাগরাকাটার বিজেপি বিধায়ক পুমা ভাঙরা অভিযোগ করে বলেন, পশ্চিমবঙ্গের জনগণের টাকা দিয়ে মুখ্যমন্ত্রীরা জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের ই দল তৃণমূল কংগ্রেসের বিধায়কের নিজেস্ব খামারবাড়ির সংস্কার করা হচ্ছে।
এর তীব্র প্রতিবাদ জানাচ্ছে বিজেপি এবং বিষয়টি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কেও জানাও হচ্ছে।
পরবর্তীতে এর জবাব চাওয়া হবে রাজ্যে বিধানসভায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here