বিয়ে করতে এসে সকালের নাস্তা করেই মুমুর্ষ রোগীর প্রাণ বাঁচাতে বিয়ের দিনেই রক্ত দিতে ছুটে গেলেন যুবক!

0
304

মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:- বিয়ে করতে এসে সকালের নাস্তা করেই মুমুর্ষ রোগীর প্রাণ বাঁচাতে বিয়ের দিনেই রক্ত দিতে ছুটে গেলেন যুবক! বিয়ের দিনে রক্তদান শিবিরে সামিল হয়ে জীবনের প্রথম রক্তদান করলেন সামসেরগঞ্জের ধূলিয়ান পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের যুবক কাজল শেখ। রক্ত দিয়ে আবার শ্বশুর বাড়ি গেলেন তিনি। শনিবার সামসেরগঞ্জের ডাকবাংলায় লাইফ সেভার অর্গানাইজেশন নামে এক সংস্থার রক্তদান শিবিরে এমনি অভিনব এক রক্তদাতাকে পেয়ে কার্যত উচ্ছ্বসিত সকল রক্তদাতা ও উদ্যোক্তারা। মুমুর্ষ রোগীদের পাশে দাঁড়াতে জীবনের প্ৰথম রক্তদানটা বিয়ের দিনেই করায় যুবকের প্রশংসায় পঞ্চমুখ সকলে। বিয়ের দিনেই রক্ত দিয়ে জীবনের এক ঐতিহাসিক দিন হিসাবে স্মৃতির পাতায় রাখতে পেরে খুশি সে। স্বামীর রক্তদানে খুশি নববধূও। এদিন সামসেরগঞ্জের ডাকবাংলায় আয়োজিত এই রক্তদান শিবিরে দুই শতাধিক সাধারণ মানুষ রক্তদান করেন। শিবিরে উপস্থিত ছিলেন লাইফ সেভার অর্গানাইজেশনের সভাপতি উমার ফারুক, সমাজসেবী শুভঙ্কর সরকার সহ অন্যান্য বিশিষ্টজনেরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here